মানিকগঞ্জের দৌলতপুরে বৈন্যা গ্রামে অবস্থিত দারুল হিকমা মডেল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় দারুল হিকমা মডেল একাডেমির প্রাঙ্গণে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দারুল হিকমা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাহাদুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উজ্জল হোসেন প্রভাষক রসায়ন বিভাগ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ গাজীপুর, উদ্বোধনী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা মোঃ মাসউদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাচ্চু মিয়া বাংলাদেশ সেনাবাহিনী,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ সাইফুল্লা বিন ফজলুর রহমান প্রমুখ।