যশোরের অভয়নগরে ক্ষমতার দাপট দেখিয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা ১৪৪ ধারা জারিকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মামলা ও সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ওই জমি নিয়ে মামলার বাদিনী উপজেলার হরিশপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী হোসনে আরার সাথে পাশবর্তী একই গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে আজিবুর মোল্লার সাথে বিরোধ চলে আসছে। ফলে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন যার মামলা নং ৪৮৯/২০ যার ধারা ১৪৪ ওই মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর মামলার আসামি আজিবুর মোল্লাসহ অজ্ঞাত ১০/১৫ জনকে নিয়ে ওই জমিতে ঘর নির্মান করতে যায়। পরে ভুক্তভোগী স্থানীয় পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগীতায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঘর নির্মাণ কাজ বন্ধ করা হয়। এবিষয়ে মামলার বাদিনীর স্বামী সাইফুল ইসলাম জানান, ওই জমির সীমানা নিয়ে দীর্ঘদিন আজিবুর মোল্লার সাথে বিরোধ চলে আসছে, ন্যায়বিচার পেতে আমরা আদালতে মামলা করেছি। কিন্তু হঠাৎ আজিবুর তার লোকজন নিয়ে ওই জমি দখল করে ঘর নির্মাণ করতে যায়। এবং আমাদের হত্যাসহ বিভিন্ন নাশকতা মামলা করে হয়রানি করবে বলে আমাদের হুমকি দিচ্ছে। এবিষয়ে হরিশপুর গ্রামের মৃত ওমর আলী মোল্লার ছেলে আজিবুর মোল্লা বলেন, জোর করে ঘর নির্মাণ করিনি বরং আমার ছয় ফুট জমি ওই সাইফুলরা দখল করে রান্না ঘর করেছে। এবিষয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জু মাষ্টার থেকে আমিন এনে জমি মাপদিয়ে মিমাংসার কথা রয়েছে। এবিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের সভাপতি মন্জু মাষ্টার জানান, বিষয়টি আমি শুনেছি এব্যাপারে পাথালিয়া পুলিশ ক্যাম্পে একটি সালিশ মিমাংসার কথা রয়েছে, আমরা বসে মিমাংসা করে ফেলবো। এব্যাপারে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, আমার কাছে ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ আছে। তারা যদি স্থানীয় ভাবে মিমাংসা করে নেন তবে ভালো হবে।