বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বাসাইল মাছের আড়ৎ ও শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাসাইল গালর্স স্কুল সড়কের একটি দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ সাজ্জাদ হোসেন আলাল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাসাইল উপজেলা শাখার আহবায়ক কামরান খান বিপুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় মহাসড়কে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জাপুর থানায় দায়ের করা মামলায় আলহাজ সাজ্জাদ হোসেন আলাল ও কামরান খান বিপুলকে গ্রেফতার করে বাসাইল ও মির্জাপুর থানা পুলিশ। পরে মির্জাপুর থানা পুলিশ তাদের দুইজনকে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। আদালতের বিচারক তাদের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’