মানিকগঞ্জের দৌলতপুরে শীতার্থ মাদ্রাসার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক।শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসার হতদরিদ্রদ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলমের সভাপতিত্বে প্রধানতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন-দৌলতপুর থানা অফিসার ইনজার্চ তৌফিক আজম, বাঘুটিয়া ইউনিয়েনর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জেলা বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক ফারুক হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।