শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

ই-পেপার

রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে ২৫০ পরিবারের মাঝে মশারি ও কম্বল বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট আনিছুর রাজুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপি আলহাজ্ব শাহ্ জালাল হোসেন, পিপি আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, পিপি ডা. জুলফিকার আহম্মেদ, প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সেক্রেটারী ইমাম মেহেদী মাসুদ, জয়েন্ট সেক্রেটারী শাহীন রেজা, সার্জেন্ট কাইসার আহম্মেদ প্রমুখ।

এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু বলেন, অভয়নগরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই দিক বিবেচনা করে প্রায় ২৫০ অসহায় পরিবারের মাঝে একটি করে মশারি এবং শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। মানবতার কাজে নিবেদিত রোটারী ক্লাব অব নওয়াপাড়া এ ধরণের কর্মকান্ড অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর