টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি মামুন আল জাহাঙ্গীর , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছবুর খান চানু উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,বাসাইল থানার ওসি জালাল উদ্দিন, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী মিয়া প্রমুখ।
আলোচনা সভা পরিচলনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর -ই-লায়লা । এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ আয়োজন করা হয়।