দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মোহনপুর ইউনিয়নের অতি দরিদ্র ৫৯৫ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৯ ডিসেম্বর (সোমবার) মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন)।
এ সময় তিনি বলেন, ” কয়েক দিনে বীরগঞ্জের প্রচন্ড শীত অনুভূত হচ্ছে শীতকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ভিশন আমাদের মোহনপুরে অতি দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করছে যা সত্যিই খুব প্রশংসনীয় উদ্যোগ। তারা সামাজিক এবং মানবিক কাজ করছে আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তী কোড়াইয়া বলেন, আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশুরই মৌলিক চাহিদা পূরণের অধিকার আছে। এই কম্বলগুলি তাদের শীতকালে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করবে, তাদের স্বাস্থ্য রক্ষা করবে এবং শীতকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে । এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।