“শিক্ষার গুণগতমান নিশ্চিত করণে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই” শীর্ষক আলোচনা নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সকালে স্কুল চত্ত্বরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোক্তা, ইংল্যান্ড প্রবাসী মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি ব্যতিক্রমি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ইতোমধ্যে আমরা পরিচ্ছন্নভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি।
অভিজ্ঞ ও মেধাবীদের বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। আবার কয়েকজন স্বনামধন্য গেস্ট টিচার খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করেছি। আমাদের বিশেষ পরিকল্পনাগুলোর মধ্যে প্রযুক্তি নির্ভর পাঠদান। এছাড়াও আমাদের স্কুলের লিংকে যুক্ত হয়ে অভিভাবকগণ ঘরে বসে শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ করতে পারবেন। আমরা শিশুদের নিয়ে মেলা সাজিয়েছি, সাজিয়েছি ফুলের বাগান। আর এই বাগানের সুবাস নিতে এগিয়ে আসবেন,এলাকার সচেতন অভিভাবক,সুধিজন ও গুণীজন- এই আমাদের প্রত্যাশা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ খাদেমুল ইসলাম,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আটোয়ারী থানা, রাধানগর ইউনিয়ন ভূমি অফিস, বড়দাপ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম , প্রসেস সার্ভার মোঃ আব্দুল হাকিম ও গানম্যান মোঃ শাহিন আলম জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।