পাবনার ভাঙ্গুড়ায় সরকারি রাস্তার পাশে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভাঙে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। এতে করে জনমনে উপজেলা প্রশাসনের প্রতি বেরেছে শ্রদ্ধা ও আস্থা।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন গোলাম রব্বানী। এসময় এলাকাবাসী ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার নির্মাণধীন কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন। কিন্ত সেই আদেশ অমান্য করেই পাকা ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন গোলাম রব্বানী। এ খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীনঘর ভেঙে দেয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, রাস্তার ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি রাস্তার পাশ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে।