পাবনার ভাঙ্গুড়ায় ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
কলকতি গ্রামবাসীর আয়োজনে ফাইনালে রতন ফুটবল একাডেমী (চাটমোহর,পাবনা) ২-০ গোলে সূর্যোদয় তরুণ সংঘ (বেলকুচি,সিরাজগঞ্জ) ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির ও কলকতি গ্রামের প্রধানগণ এবং গ্রামের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে গ্রামবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, তারা এই আবহমান বাংলার চির চেনা আয়োজনে অনেকদিন পর বিনোদন উপভোগ করেছেন।