রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুর উপজেলা যুবদলের সদস্য সচিবের উপর সন্ত্রাসী হামলা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল হক সাবেরী (৪৫) সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার সময় ফরিদপুর পৌরসভার গেটের সামনে মোটরসাইকেল আরোহন কালে সন্ত্রাসীরা চাকু দিয়ে তার মাথায় আঘাত করে। আমিনুল হক সাবেরি মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন, এমন অবস্থাই এই ঘটনা ঘটে। আঘাতটি মাথার পিছনে লেগে ক্ষতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান একজন লোক কালো জ্যাকেট পরিহিত (২৫) বছরের যুবক চাকু মেরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যান।

আহত আমিনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান বলেন, আমি ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামি সনাক্তের কাজ চলছে এবং দোষীদের অবশ্যই আইনেই আওতায় আনা হবে। ভুক্ত ভোগীর পরিবার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি জোর দাবি জানাই এবং ব্যাপারে থানায় মামলায় প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর