পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌরপ্রশাসনের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌরপ্রশাসনের আয়োজনে এবং পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় বড়ালব্রীজ স্টেশন- ভাঙ্গুড়া স্টেশন অভিমুখি রেললাইনের উভয় পার্শ্বদিয়ে জাতীয় কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর সভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী। অন্যান্যের মধ্য উপস্থিত থেকে পরিচ্ছন্ন অভিযানে সহযোগিতা করেন পিএসডিওর উপদেষ্টা প্রভাষক মো: ওমর ফারুক, পিএসডিও’র ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, পৌরসভার কার্য্যসহকারি মো.রফিকুল ইসলাম, পিএসডিও’র সদস্য রাকিবুল হাসান, রাশিদুল, জামিউর রহমান জিম, ফাহিম ইসলাম, সুমন, আরিকুল, রাব্বি, শিহাব, নাঈম সহ শতাধিক স্বেচ্ছাসেবকবৃন্দ, পরিচ্ছন্ন কর্মী ও সুধিজন।
উদ্ধোধনী দিনে দিনব্যাপী বড়ালব্রীজ স্টেশন হতে ভাঙ্গুড়া রেলস্টেশন অভিমুখে প্রায় ৫কিঃমিঃ রেল পথের উভয় পার্শ্বে ঝোপ -ঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়েছে।