দেবোত্তর কিডস ফেয়ার এর তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ নভেম্বর সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
হ্যাপি কিডস ফেয়ার এর অধ্যক্ষ মোছা: আফরোজা সাঈদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্যাপি টেকনোলজিস এর মহাব্যবস্থাপক মো: আবু সাঈদ,বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহর রহমান চৌধুরী, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনায়েম হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম প্রমুখ।
অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য দেন খিদিরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মাসুদ রানা, অভিভাবক সদস্য রিমন। উক্ত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ ভিক্তিক নাচ,গান, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশন অনুষ্ঠিত হয়। এসময় কিডস ফেয়ার এর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
খুবই সুন্দর, মনোরম পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে,