বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আটঘরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়কের সাথে আলাপ আলোচনা না করে অর্থ বাণিজ্যের বিনিময়ে গঠিত ৫টি ইউনিয়নের অবৈধ নব আহবায়ক কমিটি বাতিল করতে হবে এবং উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জুকে স্থানীভাবে বহিষ্কারের দাবিতে “প্রতিবাদ মিছিল”করেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে।
আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
যুগ্ম আহবায়ক আতাউর রহমান, আনারুল হক শামীম, ইসমাইল হোসেন মধু,সদস্য রাসেল, পারভেজ রানা, ইমরান হোসেন, অপু প্রমুখ।
যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, আটঘরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন ও মনোয়ার হোসেন মঞ্জু উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে না জানিয়ে অবৈধ ভাবে টাকার বিনিময়ে পকেট কমিটি অনুমোদন দিয়েছেন।
তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ করেছে। এখন বিএনপির বড় পদ নিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লাটপাট, অর্থের লোভে কমিটি অনুমোদন দিচ্ছে বলে দাবি করেন তিনি।