পাবনার সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভৃমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ সোমবার সকাল ১১টায় সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে সাঁথিয়া যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার মো: গোলাম সোরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা যুব উন্নয়ন অধিদপ্তর উপ- পরিচালক স্বপন কুমার কর্মকার। সাঁথিয়া থানা ইন- চার্জ মো: সাইদুর রহমান প্রমুখ এ ছাড়া উপস্থিত ছিলেন সাঁথিয়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন সম্মানিত সভাপতি মো: রিপন হোসেন (লাইক) বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক মো: আসলাম উদ্দিন ছাত্র প্রতিনিধি মো: আরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত প্রশিক্ষণার্থীবৃন্দ।