পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়েছে। এ সময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহন করা হয়।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টার দিকে শরৎনগর বাজার বিএনপির পার্টি অফিস থেকে একটি ঝাড়ু মিছিল বের করে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ‘হাবিবের দুইগালে জুতা মারো তালে তালে’, ‘মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘অবিলম্বে পকেট কমিটি, বাতিল করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, বৃহস্পতিবার (১৪নভেম্বর) একটি প্যাডের মাধ্যমে হঠাৎ করে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে, ঘুষ-বাণিজ্য করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা নিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সঙ্গে জড়িত মো.রাজিউল হাসান বাবুর প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে। এ কমিটি দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ভাঙ্গুড়াকে অচল করে দেওয়া হবে। এই পকেট কমিটি ভাঙ্গুড়াবাসী প্রত্যাখান করেছে বলে জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সদস্য আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. হুমায়ুন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, শামীম হোসেন, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাঈম নাসির, অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোছা: তাসলিমা খাতুন।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, যাদের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে দল করে আসছে। যারা বিক্ষোভ ও মিছিল করেছে তারা আওয়ামী লীগ থেকে এসেছে। এদের বিরুদ্ধে আলোচনার মধ্য দিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নূর মুজাহিদ স্বপনকে আহ্বায়ক ও প্রভাষক জাফর ইকবাল হিরোককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ভাঙ্গুড়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।