রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক-১

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ২:২২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা কাকডাঙ্গা বিওপির  আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালচত্তর বাজার এলাকা থেকে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্ৰামের  আনিছজামানের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৪)কে  আটক করেন।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারী ভ্যানযোগে সীমান্তে গমনকালে আভিযানিকদল তাকে আটক করে এবং তার দেহ তল্লাসী করে উক্ত স্বর্ণের বার উদ্ধার করেন।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর