পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শরৎনগর বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান।
আলোচনা সভায় বক্তরাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম এম জাকির হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক বাবর আক্তার, সাবেক প্রচার সম্পাদ আব্দুল করিম, উপজেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল কাহার বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ ছাত্র দলের আহবায়ক বাইজিদ বোস্তামী ও সদস্য সচিব ডাবলু সরকার প্রমুখ।