বিপদগামী স্বশস্ত্র সেনাদের হাতে বন্দি
মেজর জেনারেল জিয়াউর রহমান,
দেশ জাতির অগ্রযাত্রা রুখে দিতে
ইতিহাসের এক ঘৃর্ণিত সেনা অভ্যুথান ।
৭৫ এ পাল্টাপাল্টি সেনা অভ্যুত্থান
দেশে তৈরী হয় চরম নৈরাজ্যকর,
সিপাহি-জনতার নেতা দেশ রক্ষায়
মিলিত ঐক্যের ডাক দেন ৭ ই নভেম্বর ।
দুর্বিসহ অবস্থার মধ্যে সিপাহী জনতা
রাজপথে আসে মুক্তির পরশ নিয়া,
স্বস্তির নি:শ্বাস ছাড়ে বাঙ্গালী জনতা
নেতৃত্বে ছিলেন প্রিয় নেতা শহীদ জিয়া।