পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন আটঘরিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল করিমের বিদায় জনিত কারণে বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৬ নভেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলীর প্রত্নী বেগম সালেহা মনা, সাবেক শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণীর ছাত্রী রাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আসলাম হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।