হিম হিম শীতের সকাল তপ্ত দুপুর
হেমন্তের অপরূপ রূপে বাংলাদেশ,
তপ্ত দুপুরে কৃষকের ধান কাটা দৃশ্যে
শীত গরমে প্রকৃতি মেতেছে বেশ।
শিশির ভেজা মাঠ ঘাটে প্রত্যক্ষ
কুয়াশায় সিক্ত ভোরের আকাশ,
খেজুর গুড়ের পায়েস খাওয়ার ধুম
মন জুড়ায় গন্ধরাজ মল্লিকার সুবাস ।
হেমন্তের মেলা বসে গ্রাম পাড়া মহল্লায়
গ্রামের ঝি বধু ডাকিতে ভরে মেলা করে,
রঙ বাহারী কাপড়ে সেজেছে কিশোরী বধু
নতুন জামাই ইলিশ খুরমা কিনে ঘরে ফেরে ।
অনেক মহাজনেরা পুনরায় ঋণ নবায়নে
কৃষকের বাড়ীতে যমের মত ভর করে,
কৃষানীর তপ্ত রোদ্রে কষ্টার্জিত ফসল
দিতে হয় মহাজনের গোলায় ভরে ।
এরপরও কৃষকের মুখে হাসি ফুটে থাকে
নবান্নের উৎসবে বাড়ীতে ঝিয়ারী জামাই,
নানান পদের পিঠা পায়েশের আয়োজন,
হেমন্তের অপরূপ রূপে মুগ্ধ বাঙ্গালী সবাই ।