রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) নামে এক নারী হত্যা মামলার পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় র‌্যাবের সহযোগীতায় ঢাকার সাভারের তারাপুর মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করে রাণীনগর থানাপুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের মো. দেলোয়ার শাহ্ (৫০), রওশান আরা ওরফে রোমেনা বেগম ওসেনা (৪০), মোছা. হেলেনা বেগম (৩৫), মো. নাইম (২০) ও মোছা. জেমি (১৯)। তারা সবাই একই পরিবারের।

এর আগে ২৮ অক্টোবর একই মামলার আসামী এনতাম ও স্বপনাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার এজাহার নামীয় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের রিজিনার সঙ্গে জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দেলোয়ার শাহ্’র দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৭ আগস্ট বিকালে  দেলোয়ার শাহ্ সহ তার পরিবারের লোকজন রিজিনার জায়গায় কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে দেলোয়াররা দলবদ্ধ হয়ে হাসুয়া, লাঠিশোঠা ও রড দিয়ে রিজিনাকে মারধর করে গুরুত্বর জখম করে। রিজিনাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে রিজিনাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। গত ৫ সেপ্টেম্বর রিজিনার অবস্থার আরও অবনতি হলে তাকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহীতে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর ৭ সেপ্টেম্বর রিজিনার মৃত্যু হয়। এ ঘটনায় রিজিনার চাচাতো বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছি। তথ্য প্রযুক্তির সহযোগীতায় এ মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর