সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা অভয়নগরে সৌন্দর্য বিলাচ্ছে মাঠভরা হলুদ, সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা; কৃষকের মুখে হাসি সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম  দুর্ভোগে পথচারীরা বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা উদ্ভোধন সাতক্ষীরায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় ৪ দিন অতিবাহিত,আটক হয়নি সন্ত্রাসী রমজান বাহিনীর প্রধান দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন  অভয়নগরে সাবেক চেয়ারম্যান কামাল গ্রেফতার “ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’”

ভাঙ্গুড়ায় বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি জায়গায় বালু ভরাট করে রাস্তানির্মাণ কে কেন্দ্র করে উপজেলার প্রত্যান্ত দিলপাশার ইউপি’র বেতুয়ান গ্রামে দুই গ্রুপের(প্রাং-খানগ্রুপ) মধ্যে সৃষ্ট সংঘর্ষে মৃতঃতোরাব আলী প্রাং-এর ছেলে এবং ইউপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম আলী প্রাং(৫৬)মারপিটপে গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভাঙ্গুড়া থানা পুলিশ ও ভূক্তভোগীদের সূত্রে জানা গেছে, বেতুয়ান গ্রামের অধিবাসী ইউপি সদস্য ও দিলপাশার ইউপি বিএনপি’র সাবেক সদস্য সচিব আরজু খান মেম্বার গ্রামের মধ্যে সরকারি খাস জায়গায় ড্রেজার দিয়ে বালু এনে জায়গা ভরাট করে রাস্তা নির্মাণ কাজ করছিলেন।

গত শুক্রবার(১ নভেম্বর)রাত প্রায় সাড়ে সাতটার দিকে ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসেম-এর নেতৃত্বে তার আত্মীয়-স্বজন ও দলীয় লোকজন বালু ভরাট কাজে বাধা দেন এবং ড্রেজারে সংযুক্ত পাইপ গুলো ভেঙে অন্যত্রে ফেলে দেয়।

এ ঘটনার পরপরই ইউপি সদস্য ও বিএনপি নেতা আরজু খানের নেতৃত্বে আত্মীয়-স্বজন ও তার বিএনপি সমর্থক ১৫/২০ জনের একদল বিক্ষিপ্ত জনতা লাঠি-শোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ও সাবেক যুলদল নেতা আবুল হাসেম প্রাং-এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে মাটিতে ফেলে যায়। এ সময় তার সমর্থক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত প্রায় ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে আনিত অভিযুক্ত ও বিএনপি নেতা আরজু খান মেম্বার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, বেতুয়ান গ্রামে উন্নয় কর্মকান্ডে বিরোধীতাকারী একই গ্রামের প্রতিপক্ষ আবুল হাশেম প্রাং-এর গংরা এ কাজে বাধা দেওয়ায় গ্রামের বিক্ষিপ্ত জনতা প্রতিপক্ষদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে। তিনি আরোও জানান, শনিবার(২নভেম্বর) সকাল ১০টার দিকে আহত আবুল হাশেম প্রাং-এর ৫০/৬০জনের একদল সমর্থক লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আমার নিজবাড়ী ও তার সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,মালামাল লুষ্ঠন ও মাহিলা-শিশুদের মারপিট করে আহত করেছে।এ বিষয়ে আমি স্থানীয় প্রশাসনে সুষ্ঠবিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এবং আমার সমর্থকেরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।

শনিবার (২নভেম্বর)দুপুরে আহত সাবেক যুবদল নেতা আবুল হাশেম’র পক্ষে ভাই তাজ উদ্দিন প্রাং বাদী হয়ে আরজু খান মেম্বার কে প্রধান অভিযুক্ত করে ১৫-২০জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ও’সি (তদন্ত)মো.আব্দুল করিম বলেন, শনিবার বিকাল ৩টা পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি, বর্তমান এলাকায় শান্তিশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর