এমন একটি ভোরের প্রত্যাশায়
চেয়ে আছি দিগন্তপানে অপলক,
কবে দেখতে পাবো সেই ভোর
কেটে যাবে অমানিশা, দূর হবে ঘোর।
বন্দী জীবনের এই অবসর সময়
মনে যে ঘটায় কত ভাবনার উদয়।
শত ভাবনা ও কল্পনা ছাপিয়ে
একটাই চিন্তা মন দেয় কাঁপিয়ে!
দেখতে কি পাবো না সেই ভোর?
ইনশাহ্ আল্লাহ হবে না’কো এমন
দেখবই একদিন সোনালী সেই ভোর।
প্রভুর কাছে তাই করি প্রার্থনা
দূর করে দেন যেন সকল যাতনা।
———————————–
মোঃ হুসাইন আহমদ
শিক্ষার্থী, কওমি মাদরাসা টাংগাইল।