নবীর আদেশ থাকার পরও
দাড়ি নাই রেখেছো মোস,
হাশরের মাঠে জবাবদিহিতায়
করবে তুমি আফসোস !
মহানবী (স:) বলেছেন
মুশরিকদের অনুসরণ নয়,
সুন্নতি জীবন গঠনে পাবে
ইহকাল পরকাল সুখময়।
তাই মহানবীর আদর্শে
সুন্নতি পরিবেশ তৈরী কর,
সুখী সমৃদ্ধি পৃথিবী গড়তে
সুন্দর শান্তিময় সমাজ গড়।