“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুবর্্যালী, আলোচনা সভা, যুব ঋন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১ নভেম্বর সকালে উপজেলা চত্বর থেকে একটি যুব র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সাবেক আমীর হাফেজ মাওলানা মো : আমিরুল ইসলাম, উপজেলা সমন্বয়কারি মুনঞ্জুরুল ইসলাম বাপ্পি, বংশিপাড়া যুব ফ্রেন্ড সার্কেল সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে মোছা: জুই খাতুন।
উক্ত দিবসে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকা ঋনের চেক বিতরণ করা হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী, যু ও যুব মহিলা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।