ইসরাইলের আগ্রাসী হামলায়
নিরব মানবাধিকার বিশ্ব শাসকগন,
ভেঙ্গে ফেলছে বসত ভিটা
মারা যাচ্ছে নারী শিশু জনগন।
মধ্যম আয়ের দেশে সামান্য ছুতায়
পশ্চিমারা মানবতার বুলি ছুড়ে,
হায়েনা ইহুদীদের বোমা হামলায়
তাদের মানবতা গেছে মরে ।
রাশিয়ার ইউক্রেন হামলায়
অস্ত্র দিয়ে দেখাচ্ছে প্রতিবাদের ঝড়,
বিশ্ব মোড়লদের নিরবতায় গাজায় বইছে
অসহায় নারী শিশুর রক্তের বহর ।
কেন তাদের এই চরম বৈষম্য
গাজার মানুষগুলোর বাচাঁর অধিকার নেই !
বিশ্ব মোড়লদের এক ঘেয়েমী সাপোর্টে
ইসরাইল একের পর হামলা করে যাচ্ছেই ।
কবি চন্ডীদাসের উক্তি-
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
তাই জাতি ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে
শান্তিময় বিশ্ব কামনায় যুদ্ধগুলো থামাই ।