পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংস ভাবে মানুষ হত্যার প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় চাটমোহর বালুচর খেলার মাঠে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা বালুচর খেলার মাঠে সমবেত হন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল হামিদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বালুচর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।