পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। রবিবার ( ২৭ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক মো: ফরিদুল ইসলামের নির্দেশনায় অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের আয়োজনে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ চত্তরে প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয় মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: শাহ আলম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো: ইয়াছিন আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: জেবারত আলী, সাবেক সহ সম্পাদক মো: মোজাম্মেল হক, সাবেক সি: যুগ্ন সম্পাদক মো: মিজানুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: ওয়াজ উদ্দীন, যুগ্ন আহবায়ক মো: আরশেদ আলী, যুগ্ন আহবায়ক মো: ফারুক আহম্মেদ, যুগ্ন আহবায়ক মো: ফারুক আহম্মেদ (২), যুগ্ন আহবায়ক মো: তায়জুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো: মোক্তার হোসেন, যুগ্ন আহবায়ক সুজন আহম্মেদ, যুগ্ন আহবায়ক জাকিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, যুগ্ন আহবায়ক ইজাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নূর ইসলাম, সদস্য সচিব মো: জাকিরুল ইসলাম, কৃষকদলের আহবায়ক সেলিম রেজা, জিয়া সাইবার ফোর্সের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক মাসুম রেজা, ইউনিয়ন বিএনপি নেতা মো: শুকুর আলী, মো: শফিকুল ইসলাম শফি, আলহাজ আলী, সাইফুল ইসলাম, ফিরোজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল-মামুন।