বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আটঘরিয়া উপজেলা শাখার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিনামূল্যে ওষুধ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার ২৭ অক্টোবর বিকালে আটঘরিয়া বাজার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহবায়ক মোশাররফ হোসেন।
সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী খান, যুগ্ম আহবায়ক শামীম রেজা, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির নেতা কর্মীদের মাঝে ওষুধ ও গাছের চারা বিতরণ করা হয়।