প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সলঙ্গা থানার বনবাড়ীয়ায় হেলথ কেয়ার সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে।গতকাল শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন করেন,(অতিরিক্ত সচিব)পরিবার পরিকল্পনা অধিদপ্তর জ্বনাব সাইফুল্লাহিল আযম। আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং হেলথ কেয়ারের সাধারন সম্পাদক,জামায়াত নেতা আব্দুল গফুরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ম্যানেজিং ডাইরেক্ট জেন্টি করপোরেশন লিমিটেড জ্বনাব আসাদতদ্দৌলা, সলংগা ডিগ্রি কলেজের অধ্যাপক (অব:) মনিরুজ্জামান মাহফুজ, সাবেক পরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর জ্বনাব শাহ জামাল, ডা: রবিউল করিম এমবিবিএস, এমএস(নিউরো সার্জারী) পিজি হাসপাতাল,ঢাকা,হেলথ কেয়ারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ আবু তোরাব,হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা জনাব সেরাজুল ইসলাম সরকার,নাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কাইয়ুম সরকারসহ অনেকে।