একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। “ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েচছে।হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের দিক নির্দেশনায় হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাটিকুমরুল রোড গোল চত্বরে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম হেলাল,সলঙ্গা থানা মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক রুহুল আমিন,মেম্বর শাহ আলী, সার্জেন্ট দুলাল উদ্দিন আহমেদ,এএসআই শরিফুল ইসলামসহ অনেকে।