সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে মৎসজিবীদের মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে মানববন্ধন করছে উপজেলার তিন গ্রামের গরীব ও দুস্থঃ মৎসজিবীরা। বিলকুড়–লিয়া জলকর নিজেদের অনুকূলে ইজারা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রবিবার (২০) অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ধরইল, হরিপুর দিয়ারপাড়া ও লাউতিয়া গ্রামের প্রায় দুই শতাধিক মৎসজিবী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিলকুড়–লিয়া মৎসজিবী সমিতির সভাপতি রায়হান আলী বলেন, ১৯৭২ সাল থেকে এই জলকরটি মৎস্যজিবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু চলতি বছরে স্থানীয় একটি চক্র এই জলকরটি ইজারা নেয়, যারা জলকরটি ইজারা পেয়েছে তারা মৎস্য শিকারের সাথে জরিত না। ওই ইজারা বাতিল করে তাদের মধ্যে ইজার দেওয়ার দাবি করেন।

আরো বক্তব্য দেন, মৎস্যজিবী সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, মৎসজিবী আশরাফুল আলম, মৎস্যজিবী আসাদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বরকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর