বাংলাদেশ ইসলামাী ছাত্রশিবির পাবনা জেলা শাখার উদ্দ্যোগে সিরাত কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ অক্টোবর সকাল এগারোটার দিকে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের তিনটি শ্রেণী কক্ষে এ কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
এসময় সিরাত কুইজ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক সাধারন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময় উপস্থিত ছিলেন, সিরাত কুইজ পাবনা জেলা পশ্চিমের কেন্দ্র সচিব ও পাবনা জেলা পশ্চিম’র সভাপতি ইসরাইল হোসেন শান্ত, কেন্দ্র নিয়ন্ত্রক জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা সভাপতি শাকিল আহমেদ, এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো: আমিরুল ইসলাম, আবু তালেব সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।