সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারের পাশে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালসাবাড়ী বাজারের পাশে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।