সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভাসমানের একযুগ পেরিয়ে গেছে। আধুনিক চৌহালী গড়তে উপজেলা পরিষদের নিজস্ব জমিতে মাটি ভরাট শেষ, এখন (মাটি) সল্টটেস্ট করা শুরু হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, গত ২০১১-১২ অর্থবছরে যমুনা নদীর কড়াল গ্রাসে বিলিন হয়ে যায়- চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, থানা কমপ্লেক্স, ডাকবাংলা, টিএনটি ভবন, ডাকবিভাগ, পশু হাসপাতাল, শিক্ষা ভবন ও খাদ্য গুদাম সহ সকল স্থাপনা। সেই থেকে ভাসমান উপজেলা পরিষদসহ সকল সরকারি দপ্তর। নিজস্ব দপ্তর বিহীন পরিষদের সেবাগুলো দীঘদিন ধরে অস্থায়ী ভাবে চলছে কলেজ, মাদরাসা ও ভাড়া বাড়িতে থাকায় দাপ্তরিক কার্যক্রম নিয়ে নানা সংকটে স্ব-স্ব দপ্তর কর্তৃপক্ষ।
খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদ ভাসমান একযুগ পেরিয়ে গেছে, সেবামুলক কাজে আশা মানুষের কষ্ট লাগবে পরিষদের জমিতে সল্টটেস্ট শুরু হয়েছে অচিরেই টেন্ডার বাস্তবতার হবে ইনশাআল্লাহ।
উপজেলা সহকারি প্রকৌশলী নাহিদ আহমেদ বলেন, উপজেলা পরিষদের জমিতে সল্টটেস্ট চলমান শেষ হলেই ভবনের জন্য টেণ্ডার আহবান খুব শীঘ্রই অগ্রগতি ও বাস্তবায়ন হবে।
উপজেলা প্রকৌশলী মো, ফজলুর রহমান বলেন, চৌহালীর উন্নয়ন বাস্তবায়নে আধুনিক নগরী ও মডেল উপজেলা গড়তে নিজস্ব জমিতে মাটির সল্টটেষ্ট শুরু হয়েছে শেষ হলেই টেন্ডার।