দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সমম্বয়ে অ্যালামনাই এসোসিয়েশনকে গতিশীল করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ অক্টোবর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রদের সমম্বয়ে অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রিজানুর রহমান মেনন, উপদেষ্টা কমিটির সদস্য ফখরুল খোকন, শাজাহান আলী, আহসানুল হক বকুল, মাসুম হাসান, আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, ইসতিয়াক আহমেদ, মনিরুল ইসলাম মনি, মোস্তাফিজুর রহমান, শাওন প্রমুখ ।
প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, মোফাজ্জল হোসেন বাবু, বিপ্লব হোসেন, সোহাগ, রেজাউল করিম, ইজার আহমেদসহ অনেকেই।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাদ্দাম হোসেন রাহুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাশিদুল ইসলাম।
এসময় উপস্থিত বক্তারা বলেন, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অ্যালামনাই এসোসিয়েশনকে গতিশীল করার লক্ষে সাত সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এবং আগামীতে এই অ্যালামনাই এসোসিয়েশনকে কিভাবে আরও গতিশীল করা যায় এবিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।