পাবনার ভাঙ্গুড়ায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণের স্থানে কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকায় সমালোচনার ঝড় উঠেছে।
রবিবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পাশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাবনা ৩ চাটমোর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহকে উপস্থিত থাকতে দেখা যায়। এ ঘটনায় বিএনপির কর্মী-সমর্থকরা ফেসবুকে উপজেলা প্রশাসনের দ্রুত সংস্কার চেয়ে বিভিন্ন পোস্ট দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, এটা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান নয়। প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একটি উন্মুক্ত স্থানে বসে পর্যবেক্ষণ করছিলেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ এসে পাশে বসে পড়েন। উন্মুক্ত স্থান হওয়ায় আমার কিছু বলার ছিল না।