সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

ই-পেপার

পাবনা সুজানগর জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৫

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

পাবনার সুজানগরের চরঅঞ্চলের পত্তনকৃত জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের লোকজন স্থানীয় বিএনপির দুই গ্রুপের সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক বলে জানা যায় ।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চর মানিকদীর গ্রামের রানা মোল্লার ছেলে রফিক মোল্লাকে রাজশাহী মেডিকেলে ও অন্যান্য আহতদের সুজানগর ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় পৌর বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে । পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় আতংক সৃষ্টি হয়েছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে সুজানগর ও বেড়া থানার সার্কেল রবিউল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পর থেকে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি, একটি মামলা দায়ের করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর