“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কতৃক আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা কাঁঠাল বাগান চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শওকত মেহেদী সেতু’র সভাপতিত্বে প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলীর পরিচালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অফিসার মো. গিয়াস উদ্দিন, মৎস্য অফিসার মো, তানভীর হাসান মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল মো, রিয়াজ উদ্দিন, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী, চৌহালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনুসহ অনেকে।