সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির আহবায়ক ও আর্থিক অনুদান প্রদান 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় পাবনার আটঘরিয়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শুরু হয়েছে দুর্গোৎসব। এ দুর্গোৎসবে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এখানকার দুর্গা পূজামণ্ডপ গুলো পরিদর্শন করছেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
শনিবার ১২ অক্টোবর দুপুর থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনসহ আর্থিক অনুদান দিয়েছেন তিনি।
এসময় পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। এতে মণ্ডপের দায়িত্বশীল ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এরই মধ্যে তার হাতে আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন পুজামণ্ডপ কমিটির সদস্যরা।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। একইসঙ্গে আর্থিক সহযোগিতাও করছি।
হাবিবুর রহমান হাবিব বলেন, ইতোমধ্যে প্রতিটি মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
যাতে করে  উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা,
আটঘরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার মিলন, শামীম রেজা, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর