পাবনার আটঘরিয়া পৌরসভার রাধাকান্তপুর গ্রামে স্ত্রীর উপর অভিমান করে স্বামী জহুরুল ইসলাম(৩৮) গ্যাস ট্যাবলেট পান করে আত্ন হত্যা করেছে বলে জানা গেছে।
সে ওসমান গনির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রেজাউল করিম।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, পরকিয়ার বিষয়টি নিয়ে ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্বামী জহুরুল স্ত্রীর উপর অভিমান করে বাড়িতে রাখা গ্যাস ট্যাবলেট পান করেন।
পরে বিষয়টি বাড়ির লোকজন জানতে পারলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।