খাদ্য ভিত্তিক পুষ্টি(কলিত পুষ্টি) বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ অক্টোবর দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এসময় এসএএও, শিক্ষক, ইমাম, এনজিও কর্মি এবং মোট দুই ব্যাচে ৬০ জন এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটন আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নের উক্ত পুষ্টি ক্যাম্পেইন প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, ড. মোঃ ছাদেকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার ড. জামাল উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ প্রমুখ। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বারটন) ড. মোঃ ছাদেকুল ইসলাম। খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি এসব তথ্য মানুষের মাঝে ছড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।