সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর পৌরসভায় বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১:১৪ অপরাহ্ণ

পাবনার চাটমোহর পৌরসভায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম বিপাকে পড়েছেন পৌরবাসী। পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন মহল্লার রাস্তা। মহল্লায় মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌরসভার ছোট শালিখা, কাজীপাড়া, আফ্রাতপাড়া, নারিকেলপাড়া, দোলং, চৌধুরিপাড়া সহ বিভিন্ন মহল্লায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাড়ির উঠানেও এখন পানিতে ভরপুর। অধিকাংশ পরিবার পানির মধ্যেদিয়ে রাস্তা চলাচল করছেন। পৌরসভার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি পানিতে ভরা। এদিকে পৌরসভার প্রধান সড়কটি এখন খানাখন্দে ভরা। পানি জমে সড়কটির অনেক স্থানে ডোবায় পরিণত হয়েছে। চলাচলে অযোগ্য হয়ে পড়া সড়কে যানবাহন চলাচল দুরুহ হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন হাল হয়েছে মর্মে পৌরবাসীর অভিযোগ।

অপরদিকে টানা বৃষ্টিতে উপজেলার নতুন বাজার খেয়াঘাট এলাকার নির্মাণাধীন ড্রেন পরিস্কার না থাকায় পানি আটকে রাস্তা ডুবে পৌরবাসী সহ সাধারণ মানুষের চলাচলে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। জরুরী ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী- চাটমোহর পৌরবাসী।

পৌরবাসিন্দা মোঃ এম এ জিন্নাহ মাস্টার বলেন, রাস্তার কাজ করার সময় প্রয়োজনীয় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বৃষ্টি হলেই এলাকাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বন্দি হয় এলাকার শতাধীক পরিবার। সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়ে সহ পথচারীদের।

পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল বলেন, পৌরসভার প্রধান সড়কটির ট্রেন্ডার হয়েছে। এখন নতুন কোন বরাদ্ধ না থাকায় অন্য সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। পানি নিস্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণে এডিবি’র বরাদ্ধ নেই। বরাদ্ধ হলে ড্রেন নির্মাণ করা সম্ভব হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে পৌর বসতিদের দূর্ভোগ থেকে রক্ষার আশু পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর