দেবোত্তর ইয়াং স্টার ক্লাবের আয়োজন নকআউট ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আটঘরিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ অক্টোবর বিকাল সাড়ে চারটার ঘটিকার সময় বিডি ঈশ্বরদী বনাম ঘরনাগড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
নির্ধারত সময়ের মধ্যে বিডি ঈশ্বরদী ৩-২ গোলে ঘরনাগড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার সুর্বন সুযোগ করে নেন।
উক্ত সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো: জহুরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো : নাসির উদ্দিন, সেক্রেটারি মাওলানা মো: আব্দুল্লাহ আল মাসুদ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়াং স্টার ক্লাবের সভাপতি শফিউল্লাহ শফি। আগামী শুক্রবার ১১ অক্টোবর বিকাল চারটায় আটঘরিয়া উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি কালু তার সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন ইবনে ফারহান রঙ্গন ও মাসুম।