সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ

পাবনা চাটমোহরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাতে বাধা দেওয়ায় পিতা পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে একটি জমি নিয়ে রুহুল আমিন গং এর সাথে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ওই জমির উপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং দেশীয় অস্ত্র দ্বারা বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলাম কে বেধরক মারপিট করে ও দেশীয় অস্ত্র (দাঁ) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ওই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর