পাবনায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থা ধর্মঘট পালন করছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোহাম্মদ মিজানুর রহমান, মো: মনোয়ারুজ্জামান, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা শেখসহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সার্ভেয়ারগণ।
সার্ভেয়ার মো: মনোয়ারুজ্জামান বলেন,আমরা আমাদের ন্যায্য দাবী পূরণের জন্য এই আন্দোলন করে যাচ্ছি এবং এই দাবী পূরণ করেই আমরা ঘরে ফিরবো।
তারা দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।