পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল সহ নিশাদ হোসেন (২৮) নামক চোরকে এলাকাবাসি আটক করে পুলিশে সৌপর্দ করেছে। আটককৃত চোর সদর উপজেলার নুরপুর মোস্তফা হোসেন নান্নুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, রবিবার ৬ অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার রামনগর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে সৌমিক হোসেন (২৪) দেবোত্তর বাজার ওয়ালটন শো রুমের সামনে(পাবনা-হ ১৬-২৯৩৬) টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি একটি মোটরসাইকেল রেখে বন্ধুদের সাথে কথা বলছিলেন।
এসময় চোর নিশাদ হোসেন পূর্ব থেকে ওৎ পেতে থেকে মোটরসাইকেল টি চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে তার বন্ধু টের পেলে মোটর সাইকেলটি চোর পালিয়ে যাচ্ছে।
চারিদিকে মোবাইল ফোনের মাধ্যমে এলাকার পরিচিত সবাইকে বলে দিলে সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল রেখে চোর পালানোর চেস্টা করে।
এসময় এলাকা বাসির সহযোগিতায় চোরকে হাতে নাতে ধরে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ চোর নিশাদ হোসেনসহ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।