ভারতে ইসলাম ধর্ম ও প্রাণপ্রিয় বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও তার বক্তব্য সমর্থন করায় ভারতের বিজেপি নেতা নীতেশ রানের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনার ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।
রোববার (৬ অক্টোবর) সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে বক্তব্য দেন, মো.শহীদুল ইসলাম, মো. আব্দুস সামাদ, মো. আসাদুস জামান, মো. মকলেছুর রহমান, সৈয়দ মিন্টুসহ আরও অনেকে।
বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে বেয়াদবী আমরা কখনই মেনে নিব না। তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তাদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। তারা বলেন, বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই জঘন্য কর্মের প্রতিবাদ করা। এবং ভারত সরকারকে চাপ দিয়ে কুলাঙ্গার রামগিরিকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা। তারা বলেন, ভারত সরকার যদি তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আমাদের উচিত তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করা ও ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসা।