দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে নকআউট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়াটার সেমিফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ অক্টোবর বিকালে কোয়াটার সেমিফাইনাল খেলা বিডি ঈশ্বরদী ফুটবল একাদশ বনাম গোরড়ী ফুটবল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বিডি ঈশ্বরদী ফুটবল একাদশ ২-০ গোলে গোরড়ী ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন শরিয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ভাঙ্গুড়া শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক, দেবোত্তর ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলাম প্রমুখ।
উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন রঙ্গন,সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন মাসুম ও পার্থ। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছিল।
আজ ৬ অক্টোবর বিকাল সাড়ে চারটায় পাবনা কৃষ্টপুর ফুটবল একাদশ বনাম ঘরনাঘরা ফুটবল একাদশের মধ্যে চতুর্থ কোয়াটার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রচারে-দৈনিক ইছামতি।